নিজস্ব সংবাদদাতাঃ লাদাখ সীমান্তরেখায় বর্তমান পরিস্থিতির জন্য চিনকে দায়ী করল ভারত। মেলবোর্নে আয়োজিত কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি গ্রুপ বা কোয়াডভুক্ত দেশগুলির বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য, 'চিনের কারণেই লাদাখ নিয়ন্ত্রণরেখায় দ্বন্দ্ব শুরু হয়েছে'। তিনি আরও বলেন, 'আমি মনে করি, একটা বড় দেশ যখন লিখিত প্রতিশ্রুতির অবমাননা করে, আন্তর্জাতিক মহলের কাছে তখন তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়'।