নিজস্ব সংবাদদাতা : সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জীবনী নিয়ে নাটক মঞ্চস্থের আয়োজন করেছে দিল্লির আপ সরকার। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সমাজ সংস্কারক আম্বেদকরের জীবনের সারাংশ নিয়ে প্রদর্শিত হতে চলেছে নাটকটি। শনিবার এমনটাই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম্বেদকরের চরিত্রে অভিনয় করবেন রনিত রায়। প্রতিদিন ২টি করে শো প্রদর্শিত হবে, একটি বিকেল ৪টেয়, অন্যটি রাত ৭টায়। ১০০ ফুটের মঞ্চে ৪০ ফুট ঘূর্ণায়ন মঞ্চে মঞ্চস্থ হবে নাটকটি। তবে, কোনো টিকিট নেই, একদম বিনামূল্যে। আসন সংখ্যা সীমিত হওয়ায় অগ্রিম বুকিং করতে হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল।এর আগে ৫ জানুয়ারি থেকে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা থাকলেও রাজধানীতে করোনার দাপট বৃদ্ধির কারণে তা স্থগিত করা হয়েছিল।