নিজস্ব সংবাদদাতাঃ মোহনবাগানের বেশীরভাগ খেলোয়াড় চোটের সমস্যায় ভুগছেন। এই মুহূর্তে শারীরিকভাবে তেমন কেউ পুরোপুরি ফিট নন। বোমাস থেকে শুরু করে কিয়ান। নিজের চোটে প্রত্যেকেই ঘায়েল। এই প্রসঙ্গে কোচ জুয়ান ফেরান্দো বলেন, “আমাদের চোট-আঘাতের সমস্যা রয়েছে। রয়, উইলিয়ামস, কার্ল, হুগো, সুসাইরাজ, অমরিন্দর, টাংরির(দীপক) কুঁচকিতে সমস্যা। কিয়ানও পুরো সুস্থ নয়। কয়েক জনের কোয়রান্টিন থেকে বেরিয়ে অনুশীলনের তীব্রতার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নেই।”