সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী

নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরে সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। পুলিশের জালে ৩ আল বদর সন্ত্রাসবাদী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। উল্লেখ্য, শুক্রবার রাতে জঙ্গিদের গ্রেনেড হামলায় ১ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সোপোর জেলার ডাঙ্গিওয়াচা এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। সেই অভিযানে ভূস্বর্গে সক্রিয় তিন আল বদর জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম-পরিচয় এখনও জানায়নি পুলিশ। তবে তাদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গোপন নথি উদ্ধার হয়েছে। তাদের জেরা করে আল বদরের গোপন ডেরার হদিশ পাওয়ার চেষ্টা করছে বাহিনী।