নিজস্ব সংবাদদাতাঃ সেন্ট্রাল রেলওয়ে এবং সুগারবক্স নেটওয়ার্ক স্থানীয় ট্রেনগুলিতে 'কনটেন্ট অন ডিমান্ড' পরিষেবা নামে পরিচিত, যাতে যাত্রীরা ভ্রমণের সময় বিনামূল্যে টিভি শো, সিনেমা, নিউজ দেখতে পারবেন। মুম্বাই লোকালে লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করেন। তাদের মনোরঞ্জনের জন্য তাই মধ্য রেল এই উদ্যোগ নিয়েছে। এই বিনোদনমূলক অনুষ্ঠান দেখা ছাড়াও যাত্রীরা ইন্টারনেট ডেটা খরচ না করেও কেনাকাটা করতে পারবেন। তবে এর জন্য যাত্রীদের ' সুগারবক্স অ্যাপ' ডাউনলোড করতে হবে। এই পরিষেবাটি মধ্য রেলের মাত্র ১০টি লোকাল ট্রেনে শুরু হয়েছে। তবে খুব শীঘ্রই কয়েকমাসের মধ্যে সমস্ত ট্রেনেও চালু হবে।