রাহুল পাসওয়ানঃ ৭৯ ওয়ার্ড সুভাষপল্লী বিদ্যানিকেতনের 120,118,119 নং বুথে ভোট শান্তি পূর্ণ ৷ যদিও এই অঞ্চলে কিছুক্ষণ আগে ভোট কেন্দ্রের বাইরে বাম প্রার্থী ও বিজেপি প্রার্থী নিজেদের ভোট কেন্দ্র পরিদর্শনে এসে বচসায় জড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি সাময়িক উত্তপ্ত হলেও ভাঙচুরের ঘটনা নেই ৷ ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি সামাল দেয় ৷