নিজস্ব সংবাদদাতাঃ রাত পোহালেই বিধাননগরে পুরভোট। তার আগে শুক্রবার বিকেলে কলকাতায় ফাটল বোমা। ভোটের আগের বিকেলে ২৬ নম্বর পি কে টেগোর স্ট্রিটে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় এক কিশোর। ১৩ বছর বয়সি ওই কিশোর বাড়ির পাশে এক পরিত্যক্ত জায়গায় বল কুড়াতে গিয়েছিল। তখনই বোমা ফেটে হাত উড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কিশোরের হাতে গুরুতর চোট রয়েছে। পরিত্যক্ত ওই বাড়ির কাছে কীভাবে বোমাটি এল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার বিকেলের এই ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা ওই পরিত্যক্ত এলাকায় বোমা ফেলে গেল, তার উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।