সাড়ম্বরে পালিত হল প্রথম আদিবাসী সংগ্রামী নেতার জন্মজয়ন্তী উৎসব

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সাড়ম্বরে পালিত হল প্রথম আদিবাসী সংগ্রামী নেতার জন্মজয়ন্তী উৎসব

হরি ঘোষ, লাউদোহা : শুক্রবার রাজ্য জুড়ে পালিত হল আদিবাসীদের মহান নেতা তথা আদিবাসী সমাজের প্রথম স্বাধীনতা সংগ্রামী তিলকা মুরমু'র জন্ম জয়ন্তী উৎসব।
ভাগলপুরের প্রত্যন্ত একটি গ্রামে জন্মগ্রহণ করেন তিলকা মুরমু । শুক্রবার পান্ডবেশ্বর বিধানসভার নতুন ডাঙার আদিবাসী সম্প্রদায়ের লোকেরা তিলকা মুরমু'র জন্মজয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি করে তিলকা মুরমু'র প্রতিকৃতিতে মাল্যদান করে। এলাকার একটি ফুটবল ময়দানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় জন্মজয়ন্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশম আদিবাসী গাঁওতা পশ্চিম বর্ধমানের সদস্যরা। আদিবাসী গাঁওতার সম্পাদক রবিন সরেন জানান ,তিলকা মুরমু আদিবাসী সমাজের অধিকার নিয়ে লড়াই করেছিলেন তৎকালীন মহাজনদের সাথে। আজও আদিবাসীরা সমস্ত অধিকার পায়নি বলে জানান রবিনবাবু। তাই আদিবাসী নেতা তিলকা মুরমু'র জন্মজয়ন্তী উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আদিবাসীদের অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয় ।
আজকের আদিবাসীদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও। তিনিও আদিবাসী সংগ্রামী নেতা তিলকা মুরমু'র প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে আদিবাসীদের অধিকারের বিষয়গুলো তুলে ধরেন ।