চন্দ্রিমার মন্তব্যের পাল্টা জবাব দিল আইপ্যাক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চন্দ্রিমার মন্তব্যের পাল্টা জবাব দিল আইপ্যাক

নিজস্ব সংবাদদাতাঃ আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক এমন তলানিতে হয়ত এই প্রথমবার। একেবারে কাদা ছোড়াছুড়ির পর্যায়ে পৌঁছে গিয়েছে। তৃণমূলের এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছে। আসরে নামতে হয়েছে ফিরহাদ হাকিমের মতো প্রথম সারির নেতাদের। আর এই চলতে থাকা বিতর্কের মধ্য়েই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল (টুইটার ও ফেসবুক পেজ) থেকে এক ব্যক্তি, এক পদ নীতির সমর্থনে পোস্ট। তাও আবার কভার ফটো। যদিও মন্ত্রী দাবি করেন, তাঁর জ্ঞাতসারে বিষয়টি হয়নি। আইপ্যাক তাঁকে না জানিয়েই এই কাজ করেছে। আইপ্যাকের বিরুদ্ধে ওঠা এই বিতর্কের মধ্যেই এবার নিজের অবস্থান স্পষ্ট করল ভোট কুশলী সংস্থা। তাঁদের বক্তব্য, তৃণমূলের কোনও ডিজিটাল হ্য়ান্ডেল কিংবা কোনও তৃণমূল নেতার ডিজিটাল হ্য়ান্ডেল – কিছুই সামলায় না আইপ্যাক। যদি কেউ এই ধরনের কোনও দাবি করে থাকেন তবে হয় তিনি না জেনে বলছেন, অথবা ডাহা মিথ্যা কথা বলছেন।