নিজস্ব সংবাদদাতা : হিজাব কাণ্ডে প্রতিবাদী মুসকানের সঙ্গে দেখা করলেন জনতা দল ও কংগ্রেসের নেতারা। মান্ডিয়ার কন্যা মুসকান খান স্কুল-কলেজে হিজাব নিষিদ্ধ করা নিয়ে যখন প্রতিবাদ করছিলেন তখন একদল যুবকের দ্বারা হেনস্থা হতে হয় তাকে। মুসকানের উল্লেখযোগ্য ভূমিকায় তাকে ইতিমধ্যেই ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। কংগ্রেস নেতা জিশান সিদ্দিকী ট্যুইটারে মুসকানকে 'শেরনি অফ কর্নাটক' বলে আখ্যায়িত করেছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন,"কর্নাটকের শেরনির সাথে দেখা হয়েছিল, যারা সেই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, যারা তাকে হিজাব পরার অধিকার থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। ব্যাঙ্গালোর থেকে মান্ডিয়া পর্যন্ত ১০০ কিলোমিটার গাড়ি চালানোর পরে আমি সাহসী মেয়ে মুসকান খান এবং তার পরিবারের সাথে দেখা করেছিলাম, তাকে একটি উপহার দিয়েছিলাম। তার সাহসিকতার প্রশংসা করি।"