মানালি পাত্র, মুর্শিদাবাদঃ আজ বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস। তিনি বলেন " আগামী ২৭শে ফেব্রুয়ারি ১১০ টি পৌরসভার ভোট সুতরাং বহরমপুর পৌরসভার ভোটও ঐদিন। গত ৯ ফেব্রুয়ারি নমিনেশন ফাইল করার শেষ দিন ছিল। তারপর গত ৯ তারিখ রাত এগারোটা থেকে সাড়ে আটটার মধ্যে বহরমপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ওয়ার্ড , ১৪ নম্বর ওয়ার্ড এবং ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের বর্তমান শাসকদল মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দিয়ে গেছেন। এ ব্যাপারে প্রশাসন, ডিএমকে জানানো হয়েছে। জানানো সত্ত্বেও গতকাল ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী স্বপন কর্মকারের বাড়িতে ঠিক রাত সাড়ে এগারোটা নাগাদ গোটা ৩০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য বলেন। যদি নাম প্রত্যাহার না করা হয় তাহলে পরে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেন। আমরা এই ঘটনা পুলিশ সুপার এবং জেলাশাসককে জানিয়েছি বলে জানান। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন এই জেলায় আদৌ কি ডিএম ,এস পি বলে কেউ আছেন না সব তৃণমূলের লোকেরা বসে আছেন। তাদের আরও প্রশ্ন এত সব কিছু প্রকল্প করে বিরোধী প্রার্থীদের কেন হুমকি দিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য এরকম ভাবে চাপ দেওয়া হচ্ছে। যদি নিজেদের উপর বিশ্বাস না থাকে তাহলে পৌর ভোট করার কি দরকার ছিল। চারিদিকে যেভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিরোধী প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করছে, গুলি চালাচ্ছে, বাড়িতে সিলিন্ডার বিস্ফোরিতবিস্ফোরিত করে দেওয়ার ভয় দেখাচ্ছে তাতে সাধারণ মানুষ শঙ্কিত হয়ে পড়েছেন।