রাজ্যপালকে সরানোর জন্য রাজ্যসভায় প্রস্তাব পেশ তৃণমূলের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রাজ্যপালকে সরানোর জন্য রাজ্যসভায় প্রস্তাব পেশ তৃণমূলের

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব ঘোষণামতো রাজ্যপাল জগদীপ ধনখড়কে অপসারণের দাবিতে সংসদে প্রস্তাব পেশ করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষদিনে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় রাজ্যসভার সচিবালয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে অপসারণের দাবিতে চিঠি পাঠিয়েছেন। সুখেন্দুশেখরবাবুর দাবি, ধনখড় পশ্চিমবঙ্গ সরকারের প্রতিদিনের কাজে নাক গলাচ্ছেন। তাই রাষ্ট্রপতির উচিৎ তাঁকে অপসারণ করা। রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতকের বক্তব্য, “রাজ্যসভার রুল বুকের ১৭০ নম্বর ধারা অনুযায়ী আমি এই স্বতন্ত্র প্রস্তাব পেশ করছি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় যেভাবে নির্বাচিত রাজ্য সরকারের প্রতিদিনের কাজ কর্মে হস্তক্ষেপ করছেন এবং সাংবিধানিক পদে থাকা আধিকারিক ও সরকারের নীতির সমালোচনা করছেন, এই হাউজ তার নিন্দা করুক।”