নিজস্ব সংবাদদাতাঃ ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল কমিশন অব রেলওয়ে সেফটির (CSER) রিপোর্টে। প্রথম থেকেই অনুমান করা হচ্ছিল ট্রাকশন মোটরের ত্রুটির জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সিএসইআর-এর রিপোর্টে কার্যত সেই তত্ত্বেই সিলমোহর পড়ল। কমিশন অব রেলওয়ে সেফটির পক্ষ থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে, ট্রাকশন মোটর খুলে গিয়েছিল, তার ফলেই এই ট্রেন হঠাৎ করে লাইনচ্যুত হয়ে পড়ে।