বীর শহীদ তিলকা মুরমু-র ২৭৩ তম জন্মজয়ন্তী পালন হল জামুরিয়ায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বীর শহীদ তিলকা মুরমু-র ২৭৩ তম জন্মজয়ন্তী পালন হল জামুরিয়ায়

হরি ঘোষ, জমুরিয়া: জামুরিয়া আদিবাসী যুব গোষ্ঠীর পরিচালনায় শহীদ আদিবাসী গুরু তিলকা মুরমু-র ২৭৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে চাকদোলা মোড় থেকে কেন্দা ফাঁড়ি ময়দান পর্যন্ত বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আদিবাসী বিশিষ্ট জনদের হাতে স্মারকলিপি উত্তরীয় দিয়ে সম্মান জানান জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং, বিশিষ্ট সমাজসেবী সুকুমার ভট্টাচার্য, লাল্টু কাজী প্রমূখ। বিশিষ্ট সমাজসেবী সুকুমার ভট্টাচার্য জানান প্রতি বছর এই দিনে এলাকার সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে অনুষ্ঠান করা হয়। সমাজের বঞ্চিত ও শোষিত মানুষদের পাশে তারা রাজনৈতিকভাবে ও ব্যক্তিগত ভাবে রয়েছেন।

লাল্টু কাজী জানান আদিবাসীরা খুবই সহজ সরল হয়ে থাকে। তাদের বীর শহীদ তিলকা মুরমু-র জন্মজয়ন্তী উপলক্ষে তিনি থাকতে পেরে খুবই আনন্দিত ও গর্বিত। এই শোভাযাত্রায় ১০ হাজারেরও বেশি আদিবাসী মহিলা পুরুষ শিশু অংশগ্রহণ করেন।