নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার নয়া জরিমানা-নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে পরিষেবা বন্ধ রেখে পরিবহণ ভবন অভিযানের ডাক দিয়েছিল এআইটিইউসি-র অ্যাপ-ক্যাব চালক সংগঠন। কাজের দিনে এই কর্মসূচির জেরে অ্যাপ-ক্যাব পেতে যাত্রীদের অনেককেই নাকাল হতে হল। তাঁদের বড় অংশের অভিযোগ, রাস্তায় গাড়ি কম ছিলই। পাশাপাশি, গন্তব্যে যেতে কয়েক গুণ বেশি ভাড়া দিতে হয়েছে। কসবা থেকে ভবানীপুর পর্যন্ত যেতে অন্য দিন যেখানে ১৬০ টাকা পড়ে, সেখানে এ দিন দিতে হয়েছে ৩৩৫ টাকা। একাধিক ক্ষেত্রে আড়াই থেকে তিন গুণ পর্যন্ত ভাড়া গুনতে হয়েছে।