সরস্বতী বন্দনায় সাক্সেস স্টাডি সেন্টার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সরস্বতী বন্দনায় সাক্সেস স্টাডি সেন্টার

নিজস্ব সংবাদদাতাঃ পুরাণ অনুসারে, দেবী সরস্বতী কথা, শিল্প, সঙ্গীত, জ্ঞান ও মনের শক্তি, তাঁর কাছ থেকে পাওয়া যায়। জননী সরস্বতী মোদের আঁধার হৃদয়ে দাও মা জ্ঞানের তীব্র জ্যোতি। এই আকুতি নিয়েই বাঁকুড়া জেলার অন্তর্গত জয়পুর থানার কুচিয়াকোল রামকৃষ্ণ ক্লাবের সহায়তায়  'সাক্সেস স্টাডি সেন্টার' এর উদ্যোগে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ বানী বন্দনায় ব্রতী হয়েছিলেন। এই 'সাক্সেস স্টাডি সেন্টার' স্থানীয় কিছু শিক্ষিত বেকার যুবক উদ্যোগ নিয়ে ২০২০ সালে প্রতিষ্ঠা করেছে। এই কোচিং সেন্টারে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। মোট ১৫ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছে। মানবিক ভাবনা নিয়ে গড়ে তোলা কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকারা গরীব অভাবি ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কোচিং দেবার ব্যবস্থা রেখেছে। ফলে কোচিং সেন্টারটি এলাকায় জনপ্রিয়তার শীর্ষে পৌছাছে। এই কোচিং সেন্টারের কর্ণধার সৌরভ চক্রবর্তী এবং জগন্নাথ কুন্ডু । আগামী দিনে কোচিং সেন্টারে আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং  সকল পড়ুয়া যাতে সমৃদ্ধ হতে পারে, সেই কামনা করি।