শহর দাপাচ্ছে ‘ওটিপি সেলার্স’, সাবধান!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শহর দাপাচ্ছে ‘ওটিপি সেলার্স’, সাবধান!



নিজস্ব সংবাদদাতাঃ কোভিড-লকডাউনের সময় থেকে মানুষ যত বেশি করে সাইবার নির্ভর হয়েছে, ততই শহরে বেড়েছে সাইবার জালিয়াতি। সম্প্রতি তদন্তে নেমে এক ভয়ঙ্কর জালিয়াত চক্রের হদিশ পেয়েছে পুলিশ। বিভিন্ন ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস প্ল্যাটফর্ম ব্যবহার করে ওটিপি বিক্রির মাধ্যমে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি চালানো হচ্ছে বলে অভিযোগ। ব্যবসায় এমনই রমরমা যে ‘ইন্ডিয়ান ওটিপি সেলার’ নামে একটি টেলিগ্রাম গ্রুপও খোলা হয়েছে। এই গ্রুপই গোটা জালিয়াতি চক্রটা চালাচ্ছে বলে জানা যাচ্ছে। খরচ মাত্র ১৫ থেকে ২০ টাকা। আর তারই বিনিময়ে ভুয়ো ফোন নম্বর থেকে ওটিপি কিনে খোলা হচ্ছে হাজার হাজার ভার্চুয়াল ওয়ালেট। যা পরবর্তীকালে হাত বদল হয়ে চলে যাচ্ছে সাইবার জালিয়াতদের হাতে।