ছাত্র বিক্ষোভে উত্তপ্ত সরকারি আর্ট কলেজ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ছাত্র বিক্ষোভে উত্তপ্ত সরকারি আর্ট কলেজ

নিজস্ব সংবাদদাতাঃ করোনা কালে দীর্ঘ প্রায় ২ বছর ধরে বন্ধ ছিল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মহামারীর প্রকোপ কমতে থাকায় এবার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি খোলা হচ্ছে। নিয়ম মেনে খুলেছে দেড়শো বছরের প্রাচীন প্রতিষ্ঠান সরকারি আর্ট কলেজে। আর তা খোলার সঙ্গে সঙ্গেই ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল শিল্পকলার প্রতিষ্ঠানটি। গভর্নমেন্ট  কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্টের একটি বিভাগে স্থায়ী শিক্ষক না থাকায় ছাত্র ছাত্রীরা ঠিকমতো আঁকা শিখতে পারছেন না। অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে বৃহস্পতিবার পড়ুয়ারা বিক্ষোভ দেখান। তাঁদের বিক্ষোভের জেরে ক্যাম্পাসে আটকে পড়েন অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। পরে অবশ্য কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়।