নিজস্ব সংবাদদাতাঃ প্রথম ধাপের ইউপি নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত ৫৭ দশমিক ৭৯ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যদিও রাজ্যে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলাভিত্তিক ভোটের শতাংশ
শামলি - ৬১.৭৮ শতাংশ
মুজফ্ফরনগর - ৬২.১৪ শতাংশ
মীরাট - ৫৮.৫২ শতাংশ
গাজিয়াবাদ - ৫৪.৭৭ শতাংশ
গৌতম বুদ্ধ নগর - ৫৪.৭৭ শতাংশ
মথুরা - ৫৮.৫১ শতাংশ
আগ্রা - ৫৬.৬১ শতাংশ
বাগপত: ৬১.৩৬ শতাংশ