শিয়রে পুরভোট, প্রকাশ্যে ১৯ নং ওয়ার্ড-এর সমস্যা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শিয়রে পুরভোট, প্রকাশ্যে ১৯ নং ওয়ার্ড-এর সমস্যা

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের ২০টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড ১৯ নং ওয়ার্ড। পূর্বে এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত কাউন্সিলর উন্নয়ন করলেও রয়েছে বেশ কিছু অসমাপ্ত কাজ। ঘর, শৌচালয় থেকে শুরু করে পানীয় জল পরিষেবা সঠিক ভাবে পায়নি এলাকার একাংশ বাসিন্দা। পূর্বে এই ওয়ার্ড হাতছাড়া হয়েছিল বামেদের। এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর ছিলেন সঞ্জীব বর্মন। প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলরের শারীরিক অসুস্থতার জন্য দল এই ওয়ার্ডে প্রার্থী করছে জনপ্রিয় তৃণমূল নেতা মদন ঘোষকে । স্বাভাবিক ভাবেই কর্মীরা এই প্রার্থীকে পেয়ে যথেষ্টই উচ্ছ্বসিত। তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেয়েই দাপুটে এই প্রার্থী বৃহস্পতিবার দেওয়াল লিখন থেকে শুরু করে ওয়ার্ড বাসিন্দাদের বাড়ি বাড়ি পৌঁছে ভোট প্রচার সারছেন । পাশাপাশি করা হচ্ছে স্ক্রুটনি। সূত্রের পাওয়া খবর অনুযায়ী ২০ টি ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। রাস্তা, ড্রেন,কালভার্ট থেকে শুরু করে পানীয় জল সবটাই করা হয়েছে। অন্যদিকে এই ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আশীষ দত্ত। এলাকার উন্নয়ন নিয়ে এই নির্বাচনে প্রাক্তন চেয়ারম্যান তথা এই ওয়ার্ডের নির্দল প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্টই ক্ষোভ রয়েছে।