বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

রাহুল পাসোয়ান, বারাবনিঃ বারাবনি ব্লকের দোমহানি বাজারের রাস্তার অবস্থা বেহাল রয়েছে অনেক দিন থেকে। প্রায় দিনই দূর্ঘটনা হয়ে থাকে রাস্তার উপর। পঞ্চায়েত ও সমিতিতে বলেও সুরাহা হয়নি তাই অবশেষে পথ অবরোধ নামল গ্রামবাসীরা। স্থানীয়দের বক্তব্য রাস্তার উপর পানীয় জলের লাইন যাবার পর থেকেই রাস্তার অবস্থা বেহাল হয়ে রয়েছে। নর্দমার জল জমছে রাস্তায়। আজ একটি বিদ্যালয়ের ছাত্রী পড়ে যায় রাস্তার উপর। বড় মোড় থেকে ছোট মোড় পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। পঞ্চায়েত ও সমিতিতে গেলে শুধু বলা হয় হয়ে যাবে কিন্তু কোনো কিছুই উদ্যোগ নেওয়া হয় না। তবে আজ যদি পঞ্চায়েত প্রধান রাস্তা কবে ঠিক করা হবে লিখিত না দেয় তাহলে এই পথ অবরোধ চলতে থাকবে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বারাবনি থানার পুলিশ কিন্তু পুলিশ স্থানীয়দের বুঝাতে অসফল হয়। অবশেষে গ্রাম পঞ্চায়েত সদস্য মলয় মণ্ডল এসে স্থানীয়দের আশ্বাস দেয় কাল থেকেই রাস্তার উপরের জল নিকাশ করা হবে এবং সাত দিনের মধ্যে রাস্তার কাজ শুরু করা হবে। এই আশ্বাস পেয়ে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। প্রায় দুই ঘন্টা ধরে পথ অবরোধ চলে বলে জানা যায়।