দলীয় প্রার্থীর বাড়িতে হামলা, মুখ খুললেন কংগ্রেসের মুখপাত্র

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দলীয় প্রার্থীর বাড়িতে হামলা, মুখ খুললেন কংগ্রেসের মুখপাত্র

মানালি পাত্র, মুর্শিদাবাদঃ গতকাল রাত সাড়ে ১১ টা নাগাদ তিন নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী টুম্পা সরকারের বাড়িতে দুষ্কৃতীদের গুলি চালানো সম্বন্ধে আজ সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস। তিনি বলেন " দীর্ঘ তিন বছর নির্বাচন হয়নি। বর্তমান শাসকদল করে খেয়েছে তারা মুখে বলেন জনগণের জন্য অনেক প্রকল্প চালু করেছেন তা সত্ত্বেও কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। সে কারণে রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে কংগ্রেস প্রার্থী টুম্পা সরকারকে দরজা নক করে ডাকতে থাকে, টুম্পা সরকারের স্বামী দরজা একটু খোলা মাত্রই পরপর চার রাউন্ড গুলি চালায় দুস্কৃতিরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান টুম্পা সরকারের স্বামী পিনাকী সরকার সহ বাড়ির লোকজন। বহরমপুরবাসী দেখতে পেল লক্ষীর ভান্ডার দুয়ারে সরকারের মতো বর্তমান সরকারের ভোটের আগে আর একটি প্রকল্প বিরোধীদের দুয়ারে গুলি। শুধু তাই নয় কান্তনগরে আমাদের প্রার্থী বাড়ির মালিকের অনুমতি নিয়ে নির্বাচনী কার্যালয় খোলেন সেখানে শাসকদলের গোটা ৪০ জন গিয়ে নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। ভোটের আগে শাসকদল ভাবছেন এরকমভাবে ভয় দেখালে ভাঙচুর করলে সব দল মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেবেন আর তৃণমূল আবির মেখে বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করে রাস্তায় নেমে পড়বে।"  তিনি আরও বলেন " ভয় দেখিয়ে কংগ্রেস প্রার্থীদের দমানো যাবে না। তাদের যদি সৎ সাহস থাকে তাহলে ভোটে লড়াই করতে এত ভয় কেন। জনগণ আগামী ২৭ ফেব্রুয়ারি শাসকদলের এই অত্যাচারের রায় দিবেন বলে জানান।"