প্রতিবাদী মুসকানের পাশে আরএসএসের মুসলিম শাখা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রতিবাদী মুসকানের পাশে আরএসএসের মুসলিম শাখা

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার উন্মত্ত হিন্দুত্ববাদী যুবকদের ‘জয় শ্রীরাম’ ধ্বনির পাল্টা ‘আল্লাহু আকবর’ স্লোগান তুলে খবরে এসেছিলেন কর্ণাটকের এক মুসলিম তরুণী। বিবি মুসকান খান নামের ওই তরুণীর সাহসিকতার জন্য গতকাল জমিয়ত উলামায়ে হিন্দ ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এবার প্রতিবাদী মুসকানকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়াল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুসলিম শাখা। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফে এদিন মন্তব্য করা হয়, হিন্দু সংস্কৃতি মেয়েদের শ্রদ্ধা করতে শেখায়, যারা সেদিন জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মেয়েটিকে আতঙ্কিত করেছিল তারা ঠিক কাজ করেনি। আরএসএস-এর মুসলিম মঞ্চ জানিয়েছে, “মেয়েটির হিজাব পরার সাংবিধানিক স্বাধীনতা রয়েছে। যদি সে কলেজ ক্যাম্পাসে বা কলেজের কোনও অনুষ্ঠানে নির্দিষ্ট পোশাক না পরে, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কলেজ কর্তৃপক্ষ।” বৃহস্পতিবার আরএসএসের মুসলিম শাখার তরফে আরও বলা হয়, “গেরুয়া উত্তরীয় পরা ছেলেদের আচরণ গ্রহণযোগ্য নয়। তারা হিন্দু সংস্কৃতির মর্যাদাহানী করেছে।” মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অবধ প্রান্ত সঞ্চালক অনিল সিং বলেন, “হিজাব ও পর্দা ভারতীয় সংস্কৃতির অংশ। হিন্দু মহিলারাও পর্দার ব্যবহার করেন। বিবি মুসকানও তা ব্যবহার করতে পারেন।”