নিজস্ব সংবাদদাতা; ১৪ই ফেব্রুয়ারি থেকে ভারত সরকার দেশে আগত আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। তারা জানিয়েছে, '' সমস্ত ভ্রমণকারীরা আগমনের পরবর্তী ১৪ দিনের জন্য তাদের শরীরের নিরক্ষণ করবে। কোভিদের উপসর্গ থাকলে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্য সুবিধায় রিপোর্ট করবে বা হেল্প লাইনে ফোন করবে। রাজ্য হেল্পলাইন নাম্বার হল (1075)'' সরকার উচ্চ ওমিক্রন কেসলোড সহ বিভিন্ন দেশের জন্য ' অ্যাট রিস্ক' চিহ্নিতকরণও সরিয়ে দিয়েছে।