নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী রাজ কৌশল। আজ ভোরে হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের এক ঘনিষ্ঠ রাজ কৌশলের মৃত্যুর খবর জানিয়েছেন।
আজ ভোর সাড়ে চারটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ কৌশল। চিকিৎসকদের কোনও রকম সাহায্য নেওয়ার আগেই রাজ কৌশলের মৃত্যু হয় বলে জানা গেছে।
রাজ কৌশল ও মন্দিরা বেদির দুই সন্তান রয়েছে। রাজ কৌশল প্রযোজক ও পরিচালক ছিলেন। অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রাজ। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
রাজ কৌশল তাঁর কেরিয়ারেরের প্যায়ার মে কভি কভি, শাদি কা লাড্ডু, অ্যান্টনি কৌন হ্যায়-এই তিনটি সিনেমা পরিচালনা করেন। মন্দিরা বেদি ও রাজ কৌশলের প্রথম সাক্ষাৎ হয়েছিলেন মুকুল আনন্দের বাড়িতে। মন্দিরা বেদি সেখানে অডিশন দিতে এসেছিলেন।রাজ মুকুল আনন্দের সহকারী হিসেবে কাজ করছিলেন। এখান থেকেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা। তারপর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
আরও খবরঃ
https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=6849
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm