দ্বিগবিজয় মাহালীঃ চিকিৎসকের বাড়ি থেকে অভিনব কায়দায় ইনভাটারের ব্যাটারি চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানা এলাকায়। ঘটনার জেরে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়,দাঁতনের প্রসিদ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসক অনু মহান্তি দীর্ঘদিন ধরে তার নিজের বাড়িতে অবস্থিত চিকিৎসালয়ে চিকিৎসা চালান। সেই মতো মঙ্গলবারও দুপুরে রোগীরা ওই চিকিৎসকের বাড়িতে আসেন। চিকিৎসার মাঝে দুপুরের খাবার খেতে গিয়েই বিপত্তি। চিকিৎসক অনু মহান্তি বাবু জানান,দুপুরে খাওয়ার জন্য বাড়ির ভিতরে যান। তারপরে এক ব্যক্তি বাড়িতে এসে রোগীদের ইনভার্টারের মিস্ত্রির পরিচয় দিয়ে বাড়ির ভিতরে ঢুকে তারপর ইনভার্টারের ব্যাটারি চুরি করে চম্পট দেয়। খাওয়া শেষে অনু মহান্তি বাবু চিকিৎসালয়ে এলে রোগীরা ঘটনার কথা খুলে বলেন তার পরেই তিনি বাড়ির ভিতরে গিয়ে দেখেন ইনভার্টারে একটি ব্যাটারি চুরি করে নিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতীরা। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তারপরই ওই চিকিৎসক দাঁতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দাঁতন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখন পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার করা যায়নি।