দ্বিগবিজয় মাহালীঃ সম্প্রীতির ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের বেলিয়ায়। 'ধর্ম হোক মানবতা' কার্যত এই স্লোগানকে সামনে রেখে 97 বছর ধরে সরস্বতী পুজো ও পঞ্চমী মেলার আয়োজন করে চলেছেন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষজন মিলেমিশে। নেই জাতি-ধর্ম-বর্ণ-এর ভেদাভেদ। নেই হিংসা-মারামারি। পুজোর খরচের জন্য সব সম্প্রদায়ের পরিবারে সাহায্য নেওয়া হয়। কমিটিতেও রয়েছেন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষজন। সবাই একসঙ্গে মিলিত হয়ে পাঁচদিন ধরে আয়োজন করেছে মেলার। সরস্বতী পুজোর চারদিন পর সম্প্রীতির পঞ্চমী মেলা শুরু হল মেদিনীপুর সদর ব্লকের বেলিয়াতে। মেলার উদ্বোধন করেন বিধায়িকা জুন মালিয়া। তবে এর আগেও সম্প্রীতির ছবি দেখা গিয়েছিল ঈদের দিন। ওই দিন গাজন উপলক্ষ্যে জল ঢালতে আসা ভক্তদের হাতে সরবত তুলে দিয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। মেলা কমিটির সদস্য সেক আফসার বলেন, "আমরা সবাই এক হয়ে মেলা, পার্বনে অংশগ্রহণ করি।" তিনি বলেন, "এক অশুভ শক্তি চেয়েছিল ভেদাভেদ তৈরি করতে, কিন্তু তা সফল হয়নি।" অপরজন গণেশ মাহাত বলেন, "সরস্বতী পুজো উপলক্ষ্যে 97 বছর ধরে পঞ্চমী মেলা হয়ে আসছে সমস্ত সম্প্রদায়ের মানুষজনদের নিয়ে। মেলা কমিটিতেও উভয় সম্প্রদায়ের মানুষজন আছেন। আগামীদিনেও এই সম্প্রীতি বজায় থাকতে।"