নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ পৌরসভা ভোটের আগে মেদিনীপুর শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে গুড়গুড়িপাল থানার শিরষীতে উদ্ধার হল মাওবাদী নামাঙ্কিত পোস্টার। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারা ছড়ালো এই পোস্টার তা নিয়েও জল্পনা। বুধবার সকালে গুড়গুড়িপাল থানার পুলিশ গিয়ে পোস্টারগুলো উদ্ধার করে। পোস্টার ঘিরে উঠে আসছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন মাওবাদী কার্যকলাপে যুক্ত, পুলিশের খাতায় কেস থাকা ব্যক্তিরা চাকরি পেয়েছেন স্পেশাল হোম গার্ডে। যারা পায়নি তারাই হয়তো দিতে পারে পোস্টার। আবার অনেকের মতে, মঙ্গলবার রাতে সরস্বতী ঠাকুরের বিসর্জন চলছিল ওই এলাকায়। সেই সময় স্থানীয়দের মধ্যে একটি গন্ডগোল হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ভোর চারটা নাগাদ পুলিশ ফিরতেই বুধবার সকালে ওই এলাকায় দেখতে পাওয়া যায় লাল কালিতে লেখা একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার। পোস্টারে বাসুদেব মাহাতো, গদাধর মাহাতোর নাম রয়েছে। তাদেরকে মাওবাদীদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে বলে উল্লেখ রয়েছে পোস্টারে। পুলিশ পোস্টার উদ্ধারের বিষয়টি স্বীকার করেছে। পোস্টারে নাম থাকা গদাধর মাহাতোকে ফোন করা হলে তিনি জানান, পোস্টারে তার নাম রয়েছে। বিষয়টি গতকালের বিসর্জনের গন্ডগোল বলেই মনে করছেন। তিনি বলেন, " বিসর্জনের সময় তার সঙ্গে গণ্ডগোল হয়। তারপর সকালে পোস্টারে দেখতে পাওয়া গেছে। তবে তিনি আগে মাওবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন বলে স্বীকার করেছেন। তার নামে পুলিশে কোনো কেস না থাকায় তিনি চাকরি পাননি।" সম্প্রতি অনেকেই চাকরির জন্য নিজেদের মাওবাদী বলে দাবি করেছেন। একাধিক বৈঠকও করেছেন। বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ বলেন, মাওবাদী বলে কিছু নেই। বিরোধী রাজনৈতিক দলের লোকজন শান্ত জঙ্গলমহলে সমস্যা তৈরি করার চেষ্টা করছে। পুলিশ সতর্ক রয়েছে।
পৌরসভা ভোটের আগে মেদিনীপুরে উদ্ধার মাওবাদী পোস্টার
New Update