অমৃতা সিং এর জন্মদিনে সারার কোলাজ ছবি পোস্ট

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অমৃতা সিং এর জন্মদিনে সারার কোলাজ ছবি পোস্ট

নিজস্ব প্রতিনিধি- আজ ৬৪ তম জন্মদিন পালন করছেন অমৃতা সিং। 

তার জন্মদিনে তার মেয়ে সারা নিজের বেশ কিছু ছবির সঙ্গে মায়ের কিছু পুরনো ছবি কোলাজ করে পোস্ট করেছেন।অমৃতা সিং এর বিভিন্ন ছবির সঙ্গে অভিব্যক্তি মিলিয়ে সারা একাধিক সময়ের ছবি কোলাজ করেছেন। 

ছবি পোস্ট করে সারা লেখেন,'শুভ শুভ শুভ জন্মদিন মা। আমাকে সব সময় আয়না দেখানোর জন্য ধন্যবাদ। কিন্তু তবুও সবসময় আমাকে অনুপ্রাণিত, আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ '।