হিজাব-মামলা শুনবে বৃহত্তর বেঞ্চ!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হিজাব-মামলা শুনবে বৃহত্তর বেঞ্চ!

নিজস্ব সংবাদদাতাঃ হিজাব বিতর্কে সাংবিধানিক প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করে বৃহত্তর বেঞ্চে পাঠানো হল মামলা। পড়ুয়াদের হিজাব পরে কলেজে প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় বিতর্ক শুরু হয় কর্ণাটকে। সারা দেশে পৌঁছেছে সেই বিতর্কের আঁচ। মঙ্গলবারের পর বুধবারও ছিল সেই মামলার শুনানি। বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত এদিন মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর কথা বলেন। মামলার গুরুত্ব বিবেচনা করে, তিনি রেজিস্ট্রি বিভাগকে নির্দেশ দিয়েছেন যাতে অবিলম্বে মামলা সংক্রান্ত নথি প্রধান বিচারপতির কাছে পেশ করা হয়। তবে আপাতত পড়ুয়ারা হিজাব পরে ক্লাস করতে পারবে কি না, সে বিষয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত। কর্ণাটকের ঘটনার রেশ ধরে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা। সংসদেও এই বিষয়ে বিবৃতির দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।