নিজস্ব সংবাদদাতাঃ শহরবাসীর জন্য দারুণ খবর। আগামী মার্চ মাস থেকেই শুরু হতে চলেছে শিয়ালদহ মেট্রো। রাজ্য়ের কাছে ইতিমধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। মেট্রো প্রকল্প নিয়ে বুধবারই পর্যালোচনা বৈঠক করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াত আরও সহজ হয়ে যাবে কলকাতাবাসীর জন্য। দীর্ঘদিন ধরে শহরবাসী অপেক্ষায় ছিলেন, কবে এই শিয়ালদহ মেট্রো চালু হবে। অবশেষে শহরবাসীর জন্য সুখবর আনল মেট্রো রেল কর্তৃপক্ষ। বুধবার কলকাতা মেট্রোর তরফে রাজ্য সরকারকে এই বিষয়ে রিপোর্ট দেওয়া হয়েছে। উল্লেখ্য, মেট্রো রেল কর্তৃপক্ষের থেকে বিগত কিছুদিন ধরেই দাবি করা হচ্ছিল, তাদের তরফে সমস্ত রিপোর্ট তৈরি করা হয়ে গিয়েছে, শুধু পাঠানোর অপেক্ষা ছিল কমিশনার অব রেলওয়ে সেফটির কাছে। ঠিক তার আগেই রাজ্য সরকারের কাছে বুধবার রিপোর্ট জমা দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।