নিজস্ব সংবাদদাতা : আসন্ন নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি। তিনি বলেন, "রাহুল গান্ধি বিরোধী দলে থাকা অবস্থায় কথা বলছেন। কিন্তু আমাদের পররাষ্ট্রনীতি সঠিক, সফল হয়েছে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত প্রথমবারের মতো বিশ্বের সামনে দাগ কাটছে। রাহুল গান্ধি কখনোই এটা মেনে নেবেন না, তিনি বিরোধিতার রাজনীতি করেন।" উত্তরপ্রদেশে মার্কিল মুলুকের মত রাস্তার প্রতিশ্রুতি সম্পর্কে বলেছেন, "আমি বলেছি যে ইউপির রাস্তার অবকাঠামো ৫ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমান হবে। এয়ারপোর্ট এসেছে, সেচ সুবিধা স্থাপিত হচ্ছে। ইউপি দ্রুত একটি উন্নত ও সমৃদ্ধ রাজ্যে পরিণত হচ্ছে, এর কৃতিত্ব ইউপির বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের। সরকার ভালো কাজ করেছে।" যোগী আদিত্যনাথেরও ভূয়সী প্রশংসা করেছেন গডকড়ি। বলেছেন,যোগী আদিত্যনাথ একজন সফল মুখ্যমন্ত্রী। আইনশৃঙ্খলা রক্ষায় তিনি নজিরবিহীন কাজ করেছেন। তিনি ইউপিতে 'গুন্ডা রাজ' শেষ করেন। রাজ্য উন্নয়ন দেখছে। তিনি স্বাস্থ্য পরিষেবা, "শিক্ষা ক্ষেত্রে ভাল কাজ করেছেন এবং এমএসএমই সেক্টরে চাকরি দিয়েছেন।"