নিজস্ব প্রতিনিধি-রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষ পরিচালিত ফিল্ম 'রাইটিং উইথ ফায়ার' অস্কারের মনোনয়ন জিতেছে। এবং এটি ভারতের প্রথম চলচ্চিত্র যা শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনীত হয়েছে।সেরা ডকুমেন্টারি ফিচারের অস্কারের তালিকায় ৫ টি ফাইনালিস্টের মধ্যে একটি হয়ে ইতিহাস তৈরি করেছে ছবিটি।প্রদত্ত বিভাগে অস্কার মনোনয়নের চূড়ান্ত তালিকায় নির্বাচিত হওয়া প্রথম সর্বভারতীয় স্বাধীন প্রযোজনাও এটি। নারী সাংবাদিকদের যাত্রা চিত্রিত করার ধারণার সঙ্গে ছবিটি সফলভাবে ৯৪তম অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছে।