নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশে তাঁর গাড়িতে গুলি চালানোর ঘটনা নিয়ে ফের সরব হলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সম্বলের জনসভা থেকে যোগী আদিত্যনাথকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি সব অপরাধের অবসান ঘটিয়েছেন, এখন সবাই এটা করতে ভয় পাচ্ছে, অপরাধী ও মাফিয়ারা পালিয়ে গেছে। তাহলে কারা আমাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এখন মাফিয়ারা জেলে যায়। তাহলে কারা গুলি করেছিল?তারা গডসের বংশধর। যারা গান্ধীকে হত্যা করেছে তাদের মতোই তারা মানসিকতার মানুষ। তারাই যারা আম্বেদকরের সংবিধানকে অসম্মান করতে চায়। তারা আইনের শাসন নয়, বন্দুকের শাসনে বিশ্বাসী। তারা বুলেট, ব্যালট বিশ্বাস করে না।"