নিজস্ব সংবাদদাতাঃ করোনার কোনও ওষুধ নেই ঠিকই, তবে চিকিৎসা নিশ্চয়ই আছে। করোনা চিকিৎসার অঙ্গ হিসেবে ভারতের বাজারে মুক্তি পেল প্রথম ন্যাজাল স্প্রে। মুম্বই ভিত্তিক আন্তর্জাতিক ওষুধ প্রস্তুত সংস্থা গ্লেনমার্ক ও স্যানোটাইজের অংশীদারিত্বে ভারতের বাজারে এসেছে নাইট্রিক অক্সাইড ন্যাজাল স্প্রে। প্রাপ্ত বয়স্ক করোনা রোগীর চিকিৎসায় এই স্প্রে ব্যবহার করা যাবে বলেই জানা গিয়েছে। আপাতভাবে ফ্যাবিস্প্রে নামেই ন্যাজাল স্প্রে বাজারে এনেছে প্রস্তুতকারী সংস্থা।