নিজস্ব সংবাদদাতাঃ বিদ্যালয়ের ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল বিক্রির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষিকা ও ভ্যান চালক। বসিরহাটের স্বরূপনগর থানার চারঘাট গার্লস হাই স্কুলের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলেন, সবুজ সাথী প্রকল্পের সাইকেল একজন ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে ভ্যানটিকে আটক করা হয়। তাঁকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন বাসিন্দারা। চাপে পড়ে ভ্যান চালক স্বীকার করে নেন, সাইকেলগুলো কিনে নিয়ে যাচ্ছেন তিনি। তারপর তাঁকে চারঘাট পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নজরুল মণ্ডল নামে ওই ভ্যান চালককে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া আটটি সবুজ সাথী সাইকেল থানায় জমা রাখা হয়েছে।এরপর তদন্তে নামে পুলিশ। পুলিশ ভ্যান চালক নজরুল মন্ডলকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস সাইকেলগুলি বিক্রি করেছেন। ৩৭০ টাকা প্রতি সাইকেল পিছু নিয়েছেন তিনি। ভ্যান চালক আরও জানান, এর আগেও বেশ কয়েকবার স্কুল থেকে তিনি সাইকেল কিনে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছেন।