হিজাব বিতর্কে মুসলিম মহিলাদের পাশে মালালা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হিজাব বিতর্কে মুসলিম মহিলাদের পাশে মালালা

নিজস্ব সংবাদদাতাঃ  কর্ণাটকের হিজাব বিতর্ক ক্রমশ ডালপালা মেলছে। আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এই বিতর্ক। কর্ণাটকের অশান্তির মাঝেই মুসলিম পড়ুয়াদের পাশে দাঁড়ালেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই। এদিকে আবার হিজাব নিষিদ্ধ ইস্যুতে কর্ণাটকের পথেই হাঁটতে চলেছে মধ্যপ্রদেশ, এমনই ইঙ্গিত দিলেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী। সবমিলিয়ে ক্রমশ ঘোরালো হচ্ছে এই হিজাব বিতর্ক।  নোবেল জয়ী মালালা টুইটারে লেখেন, “পড়াশোনা এবং হিজাবের মধ্যে কোনও একটা বেছে নিতে বাধ্য করছে কলেজ। হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়ানক। খোলামেলা হোক বা ঢাকা পোশাক – মহিলাদের অবজেক্টিফিকেশনের ধারা চলছে।” একইসঙ্গে ভারতীয় নেতাদের প্রতি তাঁর আবেদন, “অবশ্যই মুসলিম মহিলাদের মূল সমাজ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি রুখতে হবে।” নোবেল জয়ীর এই আরজি কতটা কাজে আসে, সেটাই এখন দেখার।