নিজস্ব সংবাদদাতাঃ জ্যোতিষশাস্ত্রে ১২ টি রাশি এবং ২৭ টি নক্ষত্রের উল্লেখ করা হয়েছে। প্রত্যেক জাতকের কোনও না কোনও রাশি থাকবে। সেই রাশির উপর সংশ্লিষ্ট জাতকদের চরিত্র, ব্যক্তিত্ব, স্বভাব নির্ভর করে। জ্যোতিষশাস্ত্র মতে মেষ, বৃষ এবং মকর এই ৩ রাশির জাতকরা বংশের নাম উজ্জ্বল করে থাকেন। পাশাপাশি সর্বদা কেরিয়ারে নয়া সুযোগ পেয়ে থাকেন।