সহজ বিষয় নয়!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সহজ বিষয় নয়!


নিজস্ব সংবাদদাতাঃ ব্রায়ের মাপ নেওয়া সহজ ব্যাপার নয়। এ জন্য ব্যান্ড সাইজ এবং কাপ সাইজ বুঝতে হবে। বক্ষ অনাবৃত অবস্থায় একটি ফিতে নিয়ে আপনার স্তনের ঠিক নীচ বরাবর শরীরের চারপাশে ঘুরিয়ে ইঞ্চির মাপে মাপ নিন। একে ঘের বলে। ফিতেটি যেন ভূমির সঙ্গে সমান্তরাল থাকে অর্থাৎ নীচে যেন না ঝুলে যায় বা উপরে উঠে না যায়, তা খেয়াল রাখতে হবে। খুব টাইট করে ফিতেটি ধরবেন না। দশমিক সংখ্যা এলে তার কাছাকাছি পূর্ণ সংখ্যা ধরবেন।