স্মার্ট টিউটোরিয়াল কোচিং সেন্টারের সরস্বতী পুজো

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
স্মার্ট টিউটোরিয়াল কোচিং সেন্টারের সরস্বতী পুজো

নিজস্ব সংবাদদাতাঃ সরস্বতী পুজো মানেই নস্টালজিয়া। এক লহমায় ফিরে যায় শৈশবে। মহামারির আতঙ্ক কাটিয়ে বাঁকুড়া জেলার অন্তর্গত জয়পুর থানার ময়নাপুর  'স্মার্ট টিউটোরিয়াল' এর এবারের সরস্বতী পুজো যেন সেই ছেলেবেলাকেই একেবারে উসকে দিয়েছে। অনাড়ম্বর অথচ অনবদ্য প্রকাশভঙ্গী। ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম আর শিক্ষকদের নির্দেশনা একেবারে ভিন্ন মাত্রা এনে দিয়েছে। সকলের সম্মিলিত প্রয়াস নজর কাড়ার মতো। এই 'স্মার্ট টিউটোরিয়াল' স্থানীয় কিছু শিক্ষিত বেকার যুবক উদ্যোগ নিয়ে ২০২০ সালে প্রতিষ্ঠা করেছে। এই কোচিং সেন্টারে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানোর পাশাপাশি নার্সিং এন্ট্রান্সের ক্লাস, ড্রয়িং, ড্যান্স শেখানো হয়। মোট ১৭ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছে। মানবিক ভাবনা নিয়ে গড়ে তোলা কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকারা গরীব অভাবি ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কোচিং দেবার ব্যবস্থা রেখেছে। ফলে কোচিং সেন্টারটি এলাকায় জনপ্রিয়তার শীর্ষে এসে দাঁড়িয়েছে। এই কোচিং সেন্টারের কর্ণধার সৌরভ চক্রবর্তী এবং কৌশিক বারুই । স্মার্ট টিউটোরিয়াল এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক।