সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মৃত্যু শিশুর!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মৃত্যু শিশুর!

নিজস্ব সংবাদদাতাঃ  মর্মান্তিক দুর্ঘটনার শিকার হল ছোট্ট শিশু। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ঘটে যায় অঘটন। সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মুহর্তের মধ্যে শেষ হয় শিশুটি। ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। জলপাইগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনালি চা বাগানের জঙলি লাইন এলাকায়। সেখানেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। সাইকেলে করে বাড়ি ফেরার পথে সেনাবাহিনীর গাড়ির চাকায় পিষে যায় শিশুটি। বাগানের বাসিন্দারা ঘাতক সেনা গাড়িটিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে এসে পৌঁছান সাওগাঁও সেনা ছাউনির উচ্চ পদস্থ আধিকারিক ও মাল থানার পুলিশের একটি দল। স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুটির নাম অর্পিতা ওঁড়াও (৬)। মঙ্গলবার দুপুর ১ টার পর চা বাগানের একটি বেসরকারি স্কুল ছুটি হয়। এরপর পরিচিত একজনের সাইকেলে চেপে বেহাল কাঁচা সড়ক ধরে বাড়ি ফিরছিল অর্পিতা। সেই সময় আচমকা সেনাবাহিনীর একটি ভারি গাড়ি ধাক্কা মারে ওই সাইকেলে। ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখম হয় ছাত্রীটি। সেনার তরফে দ্রুত শিশুটিকে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।