নিজস্ব সংবাদদাতাঃ গোয়ায় নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই যেন বাড়ছে কংগ্রেস এবং তৃণমূলের দূরত্ব। এবার কংগ্রেসের তারকা প্রচারক প্রিয়াঙ্কা গান্ধীকে কাঠগড়ায় তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। ঘাসফুল শিবিরের অভিযোগ, সোমবার গোয়ায় প্রচারে গিয়ে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। মঙ্গলবার নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে। যাতে প্রিয়াঙ্কা গান্ধী-সহ অজ্ঞাত পরিচয় কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ করেছে ঘাসফুল শিবির। তৃণমূলের দাবি, দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য প্রিয়াঙ্কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আগামী দিনে গোয়ায় প্রিয়াঙ্কার প্রচারে নিষেধাজ্ঞা জারি করুক নির্বাচন কমিশন। সর্বভারতীয় রাজনৈতিক দল হিসাবে কংগ্রেসের স্বীকৃতি বাতিলেরও দাবি জানিয়েছে এ রাজ্যের শাসক দল।