মেদিনীপুর পৌরসভা নির্বাচনে খেলা হবে মডেল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মেদিনীপুর পৌরসভা নির্বাচনে খেলা হবে মডেল

দিগবিজয় মাহালি, মেদিনীপুরঃ পুরভোটেও 'খেলা হবে' মডেল। মঙ্গলবার মেদিনীপুর পৌরসভার তৃণমূলের ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন জেলা শাসকের দফতরে। মেদিনীপুর শহরের ফেডারেশন হলে এদিন প্রার্থীদের নিয়ে সমবেত হয়েছিলেন বিধায়ক জুন মালিয়া। 'খেলা হবে' মডেলে প্রার্থীদের হাতে ফুটবল তুলে দেন জুন মালিয়া। পরে সেখান থেকে মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দেওয়া হয়। জুন মালিয়া বলেন, "দলের নির্ধারিত প্রার্থী নিয়ে আর কোনোরকম দ্বিধা নেই। সকলেই নেত্রীর নির্দেশে মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। বিধানসভা নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও খেলা হবে। আমার নির্বাচনের সময় এনারা সকলেই লড়াই করেছিলেন। আমিও এনাদের সঙ্গে আছি সেটা জানাতেই সকলের সঙ্গে মনোনয়ন প্রক্রিয়াতে শামিল হয়েছি।" এদিন মেদিনীপুর পৌরসভা এলাকার ১১ জন তৃণমূলের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে খড়গপুর শহরেও পৌর এলাকার ১৪ জন তৃণমূলের প্রার্থী মনোনয়ন জমা করেছেন। তবে তালিকা বিভ্রাট কাটিয়ে উঠেছে জেলা তৃণমূল। মেদিনীপুর পৌর এলাকায় ২ নং ওয়ার্ডে প্রথম তালিকায় থাকা সোনালী চক্রবর্তী দ্বিতীয় তালিকায় ছিলেন না। তিনি প্রথম তালিকা সঠিক বলে প্রচার শুরু করেছিলেন। পরে দলের নির্দেশে এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দেন, দ্বিতীয় তালিকাকে মান্যতা দিয়ে প্রার্থী হিসেবে সরে দাঁড়াচ্ছেন। দলের নির্ধারিত প্রার্থীকে সহযোগিতা করবেন। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, "আমাদের দলে প্রার্থী নিয়ে আর কোনো সমস্যা নেই। সকলেই মননোয়ন পত্র জমা দেওয়া শুরু করেছেন। প্রার্থী বিভ্রান্তিও কেটেছে। দল এবারও দখল করবে মেদিনীপুর ও খড়গপুর পৌরসভা।" পাশাপাশি মেদিনীপুর পুরভোটে ৯ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন অনয় মাইতি। সমর্থকদের নিয়ে মিছিল করে যাওয়ার সময় পুলিশ পথ আটকায় বলে অভিযোগ। অনয় বলেন, মনোনয়ন জমা দিতে গেলেও পুলিশ বারবার পথ আটকায়। খোলা হয় মাইক। বিনা অনুমতিতে মিছিল করায় বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।