হরি ঘোষ, দুর্গাপুরঃ কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রালয় দ্বারা পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্থ বহু জমি পড়ে রয়েছে। দুর্গাপুর ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকাতেও রয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্থ বহু জমি। পড়ে থাকা জমিতে ওই এলাকার মানুষজন চাষাবাদ করে সংসার চালাই। রঘুনাথপুর এলাকার বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির মদতে একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ দুর্গাপুর ইস্পাত কারখানার জমি দখল করার চেষ্টা করছে। বেশ কয়েকদিন আগে থেকে এই দখলদারি চলছিল বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের নজরে আসতেই স্থানীয়রা দুর্গাপুর নগর নিগমের এক নম্বর ওয়ার্ডের তৃণমূলের পুরমাতা শিপ্রা সরকারকে বিষয়টি জানান। তারপরেই স্থানীয়দের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দুর্গাপুর ইস্পাত কারখানা জমি দখল আটকানো হয়। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। শিপ্রা সরকার জানান বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি এবং বেসরকারি কারখানার বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানার জমি দখলের অভিযোগ জানানো হবে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে এবং দুর্গাপুর থানার পুলিশকে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব আরও অভিযোগ করে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার ফলেই রাষ্ট্রায়ত্ত সম্পত্তি দখলে চলে যাচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের হাতে।