অলচিকি ভাষায় পঠন পাঠনের জন্য স্কুলের দাবি তৃণমূলের এসটি সম্মেলনে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অলচিকি ভাষায় পঠন পাঠনের জন্য স্কুলের দাবি তৃণমূলের এসটি সম্মেলনে

দিগবিজয় মাহালি, মেদিনীপুরঃ অলচিকি ভাষায় পঠন পাঠনের জন্য স্কুলের দাবি উঠল তৃণমূলের এসটি সম্মেলনে। মঙ্গলবার মেদিনীপুর সদর ব্লকের এসটি সম্মেলন ছিল মনিদহ গ্রাম পঞ্চায়েতের মৌরাতে। উপস্থিত হয়েছিলেন, বিধায়িকা জুন মালিয়া, ব্লক সভাপতি গৌতম দত্ত, মনিদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি সরেন, সুবল মান্ডি, ধনঞ্জয় হাঁসদা। সম্মেলনের আহ্বায়ক ধনঞ্জয় হাঁসদা, সুবল মান্ডি জানান এই এলাকায় অলচিকিতে পঠন পাঠনের জন্য কোনো স্কুল নেই। বিভিন্ন সময় দাবি জানিয়েছি। পুণরায় বিধায়িকা জুন মালিয়াকে জানালাম। এদিন সম্মেলন ঘিরে হয় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন নৃত্য। জুন মালিয়া বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে আমি এসেছি। যদিও পরে সংশোধন করে বলেন মুখপাত্র হিসেবে এসেছি। মেদিনীপুর বিধানসভার উন্নয়নই আমার লক্ষ্য। অলচিকি স্কুলের দাবি মুখ্যমন্ত্রীকে জানাব।' অন্যদিকে এদিন মেদিনীপুর মনিদহ গ্রাম পঞ্চায়েতের শালিকাতে দলীয় কার্যালয় উদ্বোধন করেন জুন মালিয়া। এদিন স্থানীয় অনেক বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন জুন মালিয়ার হাত ধরে।