সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: দীর্ঘ ৪ বছর বাদে হতে চলেছে আলিপুরদুয়ারের পৌরসভার ভোট। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের তারিখ ঘোষণা করার পর থেকেই পৌর ভোটের পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে বিভিন্ন ওয়ার্ড গুলোতে।আলিপুরদুয়ারের ২০ টি ওয়ার্ডের মধ্যে ৮ নং ওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই ওয়ার্ডের বাসিন্দা প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। পাশাপাশি বেশির ভাগ রাজনৈতিক দলের ব্যাক্তিত্বেরও ভোট রয়েছে এই ওয়ার্ডে। অন্যান্য ওয়ার্ড গুলোতে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও দীর্ঘ ৪০ বছর ধরে এই আসন বামেদেরই দখলে ছিল।পূর্বে ২০১৩ সালে এই ওয়ার্ড থেকে বামফ্রন্টের মনোনীত সি.পি.আই প্রার্থী সুভাষ কর চৌধুরী জয়ী হয়েছিলেন।এরপর ৩ লক্ষ ৬৭ হাজারের বাড়ি উপভক্তাদের পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক তছরুপের অভিযোগ উঠতে শুরু করে।অন্যদিকে এই অভিযোগকে হাতিয়ার করে এই ওয়ার্ডে তৃণমূল পরিচালিত পৌরসভা বোর্ডের পক্ষথেকে একাধিক উন্নয়ন করতে শুরু করে।জলপ্রকল্প থেকে শুরু করে ড্রেন,রাস্তা সবটাই সম্পূর্ণ করে।স্বাভাবিক ভাবেই এই ওয়ার্ড দখল করতে তৃণমূল কংগ্রেস কোমড় বেধে নেমেছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের মতে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা প্রচুর উন্নয়ন করলেও প্রচুর ড্রেন,রাস্তা এবং ড্রেন পরিষ্কার করেনি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পৌরসভার নির্বাচনে ৮ নং ওয়ার্ড রাজ্যের শাসক দলের কাছে বড়ো চ্যালেঞ্জ।