আলিপুর চিড়িয়াখানা নিয়ে কড়া বার্তা আদালতের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আলিপুর চিড়িয়াখানা নিয়ে কড়া বার্তা আদালতের

নিজস্ব সংবাদদাতাঃ চিড়িয়াখানা দখল নিয়ে দুই রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের লড়াই। সেই লড়াই ইতিমধ্যে আদালত অবধি পৌঁছে গিয়েছে। মঙ্গলবার ছিল মামলার শুনানি। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি হয়। শুনানি চলাকালীন বিচারপতি বলেন, ‘নিশ্চিত থাকুন। চিড়িয়াখানার ভিতর কিছু হতে দেব না। এটা হেরিটেজ জায়গা। অনেক হয়েছে। এবার এই লড়াই বন্ধ করুন। এই ট্রেড ইউনিয়নের লড়াই থামান।’ রাজ্য ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ যে রিপোর্ট জমা দিয়েছে, তার প্রেক্ষিতে জবাব দেবে আবেদনকারীরা। পরের সপ্তাহের বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। মঙ্গলবার আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, ‘রাকেশ সিং ওখানে গিয়ে অশান্তি বাধানোর চেষ্টা করছে। অনেক অভিযোগ দায়ের হয়েছে। যেহেতু মামলা বিচারাধীন তাই পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।’ অন্যদিকে মামলাকারী রাকেশ সিংয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতকে জানান, ‘চিড়িয়াখানার ভিতরের শৃঙ্খলা বজায় আছে। বাইরে অশান্তির চেষ্টা করা হচ্ছে। রাকেশ সিং এই ধরনের কোনও কাজ করেননি।