নিজস্ব সংবাদদাতাঃ কোথাও লেখা ‘শাসকদলের ভয়ে অভিভাবকদের থেকে তোলাবাজির টাকা নেয়’ আবার কোথাও লেখা ‘বিগত দু’বছর ধরে ছাত্রদের পোশাকের টাকা লুঠ’ কোথাও তো আবার সোজা সাইকেল চোর বলেই আখ্যা। এই রকম নানা ধরনের পোস্টার পড়ল স্কুলে। আর এই পোস্টার কোনও চিরাচরিত রাজনৈতিক নেতার বিরুদ্ধে নয়। পোস্টার পড়েছে স্কুলের প্রধান শিক্ষককের নামে। তাঁকে তোলাবাজ আখ্যা দিয়ে রাতের অন্ধকারে পোস্টার পড়ল স্কুল চত্ত্বরে। দীর্ঘ প্রায় দু’বছর পর স্কুল খুললেও, স্বস্তিতে নেই হাড়োয়ার পি. জি. হাইস্কুল। দুর্নীতির অভিযোগে স্বয়ং প্রধান শিক্ষকের বিরুদ্ধে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়ালো বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া পি. জি. হাই স্কুল চত্ত্বরে। মঙ্গলবার সকালে হাড়োয়ার এই স্কুল খুলতেই পোস্টার দেখে স্তম্ভিত শিক্ষক থেকে শুরু করে শিক্ষা কর্মীরা। পোস্টার পড়ার পর আবার অভিভাবকদের বিক্ষোভে সরগরম হয়ে ওঠে হাই স্কুল। অভিভাবকদের অভিযোগ, একাধিক আর্থিক দুর্নীতিতে জড়িয়ে আছেন হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক সমীর রুদ্র মজুমদার ও হাড়োয়া পি. জি. হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি তথা বর্তমান পি.আই.ই. অচিন্ত্য ঘোষ।