নিজস্ব সংবাদদাতাঃ কোভিড অতিমারীর মতো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি করা হয়েছিল পিএম কেয়ার্স ফান্ড। ২০২০-২১ অর্থবর্ষে প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে সেই তহবিল। প্রায় ১০ হাজার ৯৯০ কোটি টাকা হয়েছে। যদিও পিএম কেয়ার্স ফান্ড-এর 'অডিট রিপোর্ট' জানাচ্ছে সেই টাকা থেকে খরচ হয়েছে ৩ হাজার ৯৭৬ কোটি টাকা। এই রিপোর্টে বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের কল্যাণের জন্য ১ হাজার কোটি টাকা এবং কোভিড ডোজের জন্য ১ হাজার ৩৯২ কোটি টাকা খরচ হয়েছে। এদিকে এই তহবিলে বিদেশ থেকে এসেছে প্রায় ৪৯৪.৯১ কোটি টাকা। ২০১৯-২০ সালে তহবিলে মোট অর্থ ছিল ৩ হাজার ৭৬.৬২ কোটি টাকা।