হরি ঘোষ, দুর্গাপুরঃ বসন্তের আগেই থেমে গেল কোকিল কণ্ঠ। করোনা আক্রান্ত হয়ে রবিবার ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর। তারপরেই শোকস্তব্ধ গোটা দেশ। দুর্গাপুর প্রেস ক্লাবে শ্রদ্ধাঞ্জলি আয়োজন করা হয় লতা মঙ্গেশকরের স্মৃতির স্মরণে। ৯২ টি গোলাপ এবং ৯২ টি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সরস্বতী বন্দনায় যখন ব্রতী ভারত, সেই সময়ই না ফেরার দেশে চলে গেলেন ভারতের নাইটিঙ্গেল, সুরের সরস্বতী। যার সংগীতে মোহিত থেকেছে আসমুদ্রহিমাচল। লতা মঙ্গেশকর একটি যুগের নাম, যার সুর থাকবে দেশবাসীর মনে চিরকাল প্রবাহমান। এদিন দুর্গাপুর প্রেস ক্লাবে লতা মঙ্গেশকরের গান গেয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেস ক্লাবের সমস্ত সদস্যরা।